১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

admin
প্রকাশিত ০২ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ১৩:৫৫:২১
জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

Manual1 Ad Code

ফকির হাসান,ছাতক থেকেঃ- ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে এক সম্প্রসারিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ গত সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২.০০ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

 

 

জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল লতিফের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল মোহাম্মদ আব্দুল কাদের।

Manual2 Ad Code

 

 

 

Manual7 Ad Code

 

 

Manual2 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানারঅফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক তদন্ত রঞ্জন কুমার ঘোষ। সমাবেশে জাহিদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছেন। এ সমাবেশে বক্তারা বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা আহ্বান করেন। এ সময় এলাকাবাসী নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খান-কে অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।