১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জিনিসপত্রের দাম বাড়েনি-অর্থ উপদেষ্টা

admin
প্রকাশিত ০৫ মার্চ, বুধবার, ২০২৫ ২২:১৮:৩৩
জিনিসপত্রের দাম বাড়েনি-অর্থ উপদেষ্টা

Manual5 Ad Code

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায়, কিছু মানুষের কষ্ট হচ্ছে, এটা সত্যি বলেছেন,অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তবে জিনিসপত্রের দাম আগের বছরের চেয়ে বাড়েনি। দাম আরও কমানোর চেষ্টা করছে সরকার।

বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য কমার পাশাপাশি বেকারত্ব বেড়েছে।

Manual3 Ad Code

 

 

 

 

 

Manual6 Ad Code

এর কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। সেখানকার শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করা হবে। তবে সবাইকে কাজ দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়।

 

 

 

 

বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে মন্তব্য করে তিনি বলেন, এ ব্যাপারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে।

 

 

 

Manual7 Ad Code

 

উপদেষ্টা বলেন, বেকারত্ব কমিয়ে আনতে বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হচ্ছে। তার মাধ্যমে পুনরুদ্ধারে চেষ্টা করছে সরকার। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাভাবে কাজ চলছে।

Manual5 Ad Code