সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া : এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে এবারও পাসের হার ও জিপিএ-৫ কমেছে। বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন। যা গত বছরের তুলনায় ১ হাজার ৮৫৭টি কম। শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা বলছেন,গণিত ও ইংরেজী বিভাগে বেশি শিক্ষার্থী ফেল করায় ফলাফলে বিরুপ প্রভাব পড়েছে। ২০২৪ সালে এসএসসিতে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বেলা ২ টায় সিলেটে শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ফল প্রকাশ করেন বোর্ডের চেযারম্যান প্রফেসর মো.আনোয়ার হোসেন চৌধুরী। এসময় সিলেটে শিক্ষাবোর্ডের চেযারম্যান মো.আনোয়ার হোসেন চৌধুরী বলেন,গণিত বিষয়ে এবার ১৬ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী ফেল করেছে এছাড়া ইংরেজিতেও ১০-১২ শতাংশশিক্ষার্থী ফেল করায় পাসের হার কমেছে। তবে সার্বিক ফলাফল ভাল হয়েছে। কারন এবার সারাদেশেই গড় পাশের হার কম। ফলাফলে আমরা সন্তুষ্ট। তিনি বলেন,জুলাই অভ্যুত্থানের কারনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস না করেত পারায় সারাদেশেই ফলাফলে প্রভাব পড়েছে। এছাড়া মানবিকের বেশি শিক্ষার্থী ফেল করেছে। দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণিত ও ইংরেজি বিষয়ে মান সম্পন্ন শিক্ষক না থাকায়ও সার্বিক ফলাফলে প্রভাব পড়েছে।
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে চার জেলা থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন । ভাল ফল সিলেট জেলায়: সিলেট বোর্ডের অধীনে চার জেলায় মধ্যে সিলেট জেলার শিক্ষার্থীরা ভাল ফল করেছে। এ জেলায় পাসের হার ৭৩ দশমিক ৫০ শতাংশ। এর পরের অবস্থানে থাকা সুনামগঞ্জে ৬৮ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া হবিগঞ্জে ৬৫ দশমিক ১৪ ও মৌলভীবাজারে পাসের হারা ৬২ দশমিক ১৫ শতাংশ। মেয়েদের চেয়ে এগিয়ে ছেলেরা: গত বছরের মতো এবারো ফলাফলে অধিপত্য ধরে রেখেছে ছেলেরা। মেয়েদের ছেয়ে ছেলেরা ভাল ফল করছে। ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৮৪ জন। ছেলেদের পাসের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১ হাজার ৪০৭ জন।
মেয়েদের পাসের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ। বিজ্ঞানে বিভাগের ভাল ফল: সিলেটে বোর্ডে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাল ফল করেছে। এ বিভাগে পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৬ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ । বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১টি। ১০৯ টি জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। শতভাগ পাস ৭ স্কুলে, কেউ পাশ করেনি এমন স্কুল শুন্য: সিলেট শিক্ষা বোর্ডে এবারের পরীক্ষায় অংশ নেয়া ৯৬৫ টি স্কুলের মধ্যে মধ্যে ৭টি স্কুল শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। আর কেউ উত্তীর্ণ হতে পারেননি এমন প্রতিষ্ঠান নেই সিলেট শিক্ষাবোর্ডে। কোন গ্রেডে কতজন উত্তীর্ণ : মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ পাঁচ পেয়ে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬১৪ জন। এছাড়া এ গ্রেডে ১৩ হাজার ৪৬১ ৮ জন, এ মাইনাস গ্রেডে ১৪ হাজার ৯৬৪ জন, বি গ্রেডে ১৮ হাজার ৭৪৪ জন, সি গ্রেডে ৬ ১৮ হাজার ৪৮৪ জন ও ডি গ্রেডে ৮২৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD