১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত ৩১ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:২০:৪৬
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Manual2 Ad Code

সুনামগঞ্জের সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

বুধবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

Manual7 Ad Code

 

 

 

 

 

 

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক রতন কুমার রায়, তাপস রায় চৌধুরী, মো. মফিঝুর রহমান, অসীম চন্দ্র বর্মণ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, ফাতিমা ইসলাম রিচি, সিলভিয়া রউফ, মিতিলা দাস মিলি, সাহিবা রহমান সাহেরী প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ খ ম ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল (শিক্ষা ও আইসিটি) ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননাসহ ক্রেস্ট তোলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ও উপস্থিত বিশেষ অতিথিগণ।

Manual4 Ad Code

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে।