১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জি.এস.সি ইস্ট লন্ডন ব্রাঞ্চের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ২৭ আগস্ট, বুধবার, ২০২৫ ২২:১৪:৩৪
জি.এস.সি ইস্ট লন্ডন ব্রাঞ্চের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

লন্ডন, ২৫ আগস্ট:
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ জিল্লুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহান চৌধুরী। এসময় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি আসরাফ হোসেন চৌধুরী

Manual8 Ad Code

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ২০২৫-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, অর্গানাইজিং, প্রেস অ্যান্ড পাবলিসিটি, রিলিজিয়াস, সোশ্যাল ওয়েলফেয়ার, মেম্বারশীপ, এডুকেশন, ইয়থ, স্পোর্টস, উইমেনস সেক্রেটারি এবং একাধিক এক্সিকিউটিভ মেম্বার ও কো-অপটেড মেম্বার।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি.এস.সি সেন্ট্রালের নেতা এম এ আজীজ, সুফি সোহেল আহমেদ, এম এ গফুর ও আব্দুল মালিক কুটি। এছাড়াও নবনির্বাচিত কমিটির সদস্যদের পক্ষ থেকেও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ইস্ট লন্ডন ব্রাঞ্চের নবগঠিত কমিটির মাধ্যমে জি.এস.সি’র কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি কমিউনিটির সার্বিক উন্নয়ন, দেশ-জাতি ও মানুষের কল্যাণে সংগঠনের ঐতিহ্য ও সুনাম বৃদ্ধি পাবে।

Manual6 Ad Code

সভা শেষে সভাপতি সৈয়দ জিল্লুল হক ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন।

Manual7 Ad Code