সিলেট ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
লন্ডন, ২৫ আগস্ট:
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে (জি.এস.সি) ইস্ট লন্ডন ব্রাঞ্চের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ জিল্লুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহান চৌধুরী। এসময় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমেদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি আসরাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শাহান চৌধুরী ২০২৫-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন ভাইস চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, ট্রেজারার, অর্গানাইজিং, প্রেস অ্যান্ড পাবলিসিটি, রিলিজিয়াস, সোশ্যাল ওয়েলফেয়ার, মেম্বারশীপ, এডুকেশন, ইয়থ, স্পোর্টস, উইমেনস সেক্রেটারি এবং একাধিক এক্সিকিউটিভ মেম্বার ও কো-অপটেড মেম্বার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জি.এস.সি সেন্ট্রালের নেতা এম এ আজীজ, সুফি সোহেল আহমেদ, এম এ গফুর ও আব্দুল মালিক কুটি। এছাড়াও নবনির্বাচিত কমিটির সদস্যদের পক্ষ থেকেও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইস্ট লন্ডন ব্রাঞ্চের নবগঠিত কমিটির মাধ্যমে জি.এস.সি’র কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি কমিউনিটির সার্বিক উন্নয়ন, দেশ-জাতি ও মানুষের কল্যাণে সংগঠনের ঐতিহ্য ও সুনাম বৃদ্ধি পাবে।
সভা শেষে সভাপতি সৈয়দ জিল্লুল হক ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD