সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক
তিনি শেখ হাসিনা সরকারের মন্ত্রী নয়, পদ ছিল প্রবাসী আওয়ামী লীগ নেতা কমিউনিটি লিডার কিন্তু পুরোপুরি মন্ত্রীর ক্ষমতাও যেন হার মানতো
শেখ হাসিনা সরকার পতনের পর অনেক আতঙ্কের অবসান হলেও আওয়ামী লীগ নেতা জুবের যেন এখনো বেপরোয়া।
এলাকার মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় দাপট খাটিয়ে নানা অপকর্ম করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা জুবায়ের আহমদ।
প্রবাসী এক আওয়ামী লীগ নেতার ভাগনা যদিও মানুষ থাকে র্যাব জুবের হিসেবে চিনে।
আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকায় ছিলো সে।
মনোনয়ন প্রত্যাশী সরওয়ার হোসেনের ভাগনে।
সেই পরিচয়ে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী নেতা ও সে সময়কার প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ঘরে ওঠে তার সখ্যতা।
গণভবনে নিয়মিত যাতায়াত ছিল জুবের এর।
আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ছিলেন বিএনপি-জামায়াতের কাছে এক মূর্তিমান আতঙ্ক।
মামা আওয়ামী লীগ নেতা থাকার সুবাদে তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে পাঠানো হত কারাগারে অথবা চালানো তো নির্যাতনের বর্বরতা।
বাবলা চৌধুরী ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র আবুল কাশেম পল্লবের নেতৃত্বে ছিলো তাদের নিজস্ব ক্যাডার বাহিনী।
খাদিমপাড়া, বাইপাস, শাহপরাণ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এলাকায় তার নেতৃত্বেই সবকিছু ঘটতে।
জুলাই অভ্যুত্থানেও ছাত্রদের বিপক্ষে কাজ করে তার নির্দিষ্ট ক্যাডার বাহিনী। হামলা চালায় পুলিশের সাথে থেকে হ্যামলেট বাহিনী হিসেবে। কিন্তু প্রশ্ন হল কোন ক্ষমতা বলে এখনো সেই জুবের বহাল তবিয়তে ,?
এখনো তিনি তার রাম রাজত্ব চালিয়ে যাচ্ছেন খাদিমপাড়া এলাকায়।
এ ব্যাপারে সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা মারুফ আহমদ জানান, আওয়ামী লীগ নেতা জুবের এখনো অধরা,প্রশাসন কী করছেন, এটা আমার প্রশ্ন ? তাকে গ্রেফতার না করে জুলাই আন্দোলনের শহিদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে।
নির্যাতনের শিকার ভুক্তভোগী বিএনপি নেতা কাহের আহমদ জানান, জুবের খাদিমপাড়া এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকাকালীন দাপটের সাথে চলেছেন এখনো চলছেন।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমি জুবের আহমদকে চিনি। তিনি ঠিকাদারি করে। আমাদের সাথে ভাল সম্পর্ক রয়েছে তার
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD