সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫
পবিত্র ঈদ-উল-আযহার দিনে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাতজন পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।
ঈদের দিন শনিবার (৭ জুন) ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলা”র সদস্য সচিব ওয়াহিদ ঊমায়ের ও সদস্য নাইমুর রাহমান শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও কোরবানির মাংস পৌঁছে দেন।
সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যে কোরবানীর মাংস বিতরণ করা হয়।
ব্যারিস্টার জুনেদ এক বার্তায় বলেন,বাংলাদেশের মানুষ আজ শান্তিতে ঈদ পালন করছে, আনন্দ ভাগাভাগি করছে—এই শান্তি ও আনন্দের পেছনে যাদের ত্যাগ রয়েছে, তারাই আমাদের শহীদ। আমরা সেই শহীদদের পরিবারের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই।
ওয়াহিদ ঊমায়ের জানান, বিগত রোজার ঈদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ নিজে গোলাপগঞ্জ এসে প্রত্যেক শহীদ পরিবারের সঙ্গে দেখা করেছিলেন ও উপহার দিয়েছিলেন। এবারের ঈদেও তিনি শহীদ পরিবারের কথা মনে রেখে কোরবানির মাংস পাঠিয়েছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD