১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

admin
প্রকাশিত ০৬ ডিসেম্বর, শনিবার, ২০২৫ ২৩:১০:০২
জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউট নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

Manual2 Ad Code

জুলাই আন্দোলনে শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার প্রেরণা বলে মন্তব্য করেছেন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। শনিবার বাংলাদেশ স্কাউটস আয়োজিত জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

ঢাকায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের অন্তর্বর্তীকালীন নির্বাহী কমিটির উপদেষ্টা মোহাম্মদ এহছানুল হক। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

Manual7 Ad Code

অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

ড. আবরার বলেন, স্কাউটিং শুধু ব্যাজ অর্জনের বিষয় নয়; বরং চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ, নেতৃত্ব, দায়িত্ববোধ ও সমাজসেবার গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ স্কাউটদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা জোগায়।

দুর্যোগের সময় স্কাউটদের ভূমিকা উল্লেখ করে তিনি জানান, ঘূর্ণিঝড়, বন্যা বা অগ্নিকাণ্ড—যেকোনো দুর্যোগে স্কাউটরাই প্রথম সারিতে দাঁড়িয়ে মানুষের সেবা করে থাকে। স্কাউটিংয়ের বিস্তৃতি বাড়ানো এখন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

Manual6 Ad Code

অধ্যাপক আবরার জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশ বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে—যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার নিদর্শন। পাশাপাশি স্কাউটসে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় তিনি সংগঠনের নেতৃত্বকে ধন্যবাদ জানান।

অ্যাওয়ার্ড পাওয়া স্কাউটদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই জাতির আগামী নেতৃত্ব। সততা ও সাহস নিয়ে নিজেদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলবে—এটাই দেশের প্রত্যাশা।”