জুলাই আন্দোলনে সিলেট জেলা পুলিশের কর্ণধার সাবেক এসপি মান্নান কারাগারে

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

জুলাই আন্দোলনে সিলেট জেলা পুলিশের কর্ণধার সাবেক এসপি মান্নান কারাগারে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

সিলেট রেঞ্জের সিলেটের জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার বিকালে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।

সিলেটের কোট ইন্সপেক্টর জামশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি ।

এর পুর্বে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করলে তাকে একনজর দেখতে ও ভিড় জমায় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা ও পরিচিতজনরা।

শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রোববার আনা হয় সিলেটে।

 

 

২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান সরকারের শেষ সময়ে গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর পুর্বে চট্রগ্রাম রেঞ্জের কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয় সিলেট থেকে । জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন সিলেট জেলা পুলিশের কর্ণধার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ