সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
সিলেট রেঞ্জের সিলেটের জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার বিকালে গোলাপগঞ্জ আদালতের ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসানের নির্দেশে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।
সিলেটের কোট ইন্সপেক্টর জামশেদ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন
জুলাই আন্দোলন চলাকালে একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি ।
এর পুর্বে আব্দুল মান্নানকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করলে তাকে একনজর দেখতে ও ভিড় জমায় আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা ও পরিচিতজনরা।
শুক্রবার রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে নেওয়া হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর রোববার আনা হয় সিলেটে।
২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল মান্নান সরকারের শেষ সময়ে গত বছরের ১০ জুলাই সিলেট জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর পুর্বে চট্রগ্রাম রেঞ্জের কুমিল্লার পুলিশ সুপার ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ৪৮ দিনের মাথায় গত ২৭ আগস্ট তাকে বদলি করা হয় সিলেট থেকে । জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন সিলেট জেলা পুলিশের কর্ণধার।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD