১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে চত্বর-সড়ক উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ ও ফরিদা আখতার

admin
প্রকাশিত ০৭ জুলাই, সোমবার, ২০২৫ ২৩:৪২:২১
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে চত্বর-সড়ক উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ ও ফরিদা আখতার

Manual6 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ জুনায়েদের নামে ধূপখোলা মাঠসংলগ্ন চত্বরটি এবং শহীদ আনাসের নামে দ্বীননাথ সেন সড়কটি নতুন নামকরণ করেছে। আজ সোমবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এই সড়ক ও চত্বর উদ্বোধন করেন।

আগস্টের স্মৃতিচারণ করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘চানখাঁরপুল হয়ে শহীদ মিনার যাওয়ার মুখে আমরা বিভিন্ন বাহিনীর হামলার শিকার হই। আমার খুব কাছাকাছি গলিতে আনাস ও জুনায়েদ শহীদ হয়।’

Manual1 Ad Code

শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে তাঁদের আদর্শ আমাদের প্রেরণা। আনাস ও জুনায়েদের পরিবারের এই ত্যাগ যেন বৃথা যেন না যায়।’

এ সময় ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানান, ডিএসসিসির পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানকে সংরক্ষণের সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

Manual3 Ad Code

চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, চানখাঁরপুলে সংঘটিত হত্যাকাণ্ডের চার্জশিট ১৪ জুলাই গঠন করা হবে এবং ৫ আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে।

Manual8 Ad Code

গত বছরের ৫ আগস্ট ডিএসসিসির ৪৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১৪ বছরের কিশোর মেহেদী হাসান জুনায়েদ চানখাঁরপুলে মিছিলরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। একই দিনে শহীদ হন শাহারিয়ার খান আনাস। শাহারিয়ার আদর্শ একাডেমি গেন্ডারিয়ার দশম শ্রেণির ছাত্র ছিলেন।

Manual8 Ad Code