জুলাই সনদ সংবিধান আদেশে বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ার প্রস্তাবকে নতুন হিসেবে উল্লেখ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, এ বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরবর্তী অবস্থান জানাবে তারা।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন, কমিশনের প্রস্তাবটি সম্পূর্ণ নতুন এবং এতে সাংবিধানিক জটিলতা রয়েছে। যেমন—সংবিধানের বর্তমান অবস্থান কী হবে, সাংবিধানিক আদেশ কার্যকর হবে কবে—তা নিয়ে স্পষ্টতা দরকার। এ কারণে দলীয় ফোরামে আলোচনা ও আইন বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
তবে গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করেছে দলটি। সারোয়ার তুষার বলেন, নির্বাচনের মাধ্যমে যারা সংসদে আসবেন, তারাই একই সঙ্গে গণপরিষদ গঠন করলে সহজ সমাধান পাওয়া যাবে।
তিনি আরও বলেন, “নতুন প্রস্তাবটি এখনো সবাইকে সন্তুষ্ট করতে পারেনি। তাই আমরা আমাদের পূর্বের অবস্থান—গণপরিষদ কাম পার্লামেন্টের প্রস্তাব—পুনর্ব্যক্ত করেছি।”