১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগ

admin
প্রকাশিত ১০ আগস্ট, রবিবার, ২০২৫ ১৯:৪১:৫৮
জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগ

Manual2 Ad Code

মোঃ মাছুম আহমদ জুড়ী মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা গ্রামে অবৈধভাবে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীনভাবে টিলা কাটার ফলে গ্রামটির একাধিক ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা বসতবাড়ি। ভারী বর্ষণ বা ভূমিকম্পে ধসে পড়ে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

Manual8 Ad Code

 

সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত ফরমুজ আলীর ছেলে প্রবাসী আয়াজুর রহমানের মালিকানাধীন একটি টিলা জোরপূর্বক কেটে রাস্তা নির্মাণ করেছেন তার দুই ভাই—মুজিবুর রহমান (৪২) ও সায়েদুর রহমান (৫০)। প্রবাসী আয়াজুর রহমান ও তার স্ত্রী মিনারা বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী ও ছেলেরা প্রবাসে থাকেন, আমি ও ছেলের বউ বাড়িতে থাকি। আমাদের একটি পরিত্যক্ত টিলা রয়েছে। জোরপূর্বক সেই টিলার মাটি কেটে রাস্তা তৈরি করেছেন মুজিবুর রহমান ও সায়েদুর রহমান। আমরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে।” স্থানীয়রা জানান, অবৈধভাবে টিলা কাটা বন্ধ না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে প্রশাসনের জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Manual2 Ad Code