জুড়ীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫

জুড়ীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

মোঃ মাছুম আহমদ
জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ীতে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আল ইহসান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। আজ শনিবার (১৬ আগস্ট) সকালে জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি মুজিবুর রহমান আজিজির সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য দেন আল ইহসান ফাউন্ডেশন সহ-সভাপতি ও ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নয়াগ্রাম দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদির, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, কচুরগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামাল হোসেন, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি হাবীবুর রহমান হাবীব, জাঙ্গীরাই দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুর রহিম সরকার, বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাখাওয়াত হোসাইন, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এরশাদ আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা মনিরুল ইসলাম, বেলাগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: সাইফুল ইসলাম ও জাঙ্গীরাই দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ডা. হোসেন আহমদ প্রমুখ।

ফাউন্ডেশনের সহ-সভাপতি ফজলুল হক ও সাইফুল ইসলাম শাহীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুরুর রশীদ পলাশ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান মুরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, ত্রান ও পুনর্বাসন সম্পাদক জহিরুল ইসলাম, নির্বাহী সদস্য হাবীবুর রহমান হাবীব, সাইদুল আমীন, হাফিজ নূর উদ্দিন, ডা: আবু সালেহ নাঈম, ফখরুল ইসলাম, মাহমুদুল ইসলাম বেলাল প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ