১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীতে রহস্যজনক মৃত্যু, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ১৮ জুলাই, শুক্রবার, ২০২৫ ২১:৪০:৫৮
জুড়ীতে রহস্যজনক মৃত্যু, গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে নিজ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় ফাহিমুল ইসলাম (২৪) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে জুড়ী থানা পুলিশ।

 

 

নিহত ফাহিমুল স্থানীয় বাসিন্দা কালজ মিয়ার ছেলে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এ মৃত্যুকে স্বাভাবিক আত্মহত্যা হিসেবে না দেখে সন্দেহজনক বলে মন্তব্য করেছেন। এদিকে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফাহিমুল আত্মহত্যা করার মতো মানসিক বা পারিবারিক চাপে ছিল না। বরং তার মৃত্যু ঘিরে রহস্যজনক দিক রয়েছে, যা তদন্তে বেরিয়ে আসবে বলে তারা আশাবাদী।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

 

 

Manual1 Ad Code

 

ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, “ফাহিমুল এর এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। ঘটনাটি অত্যন্ত রহস্যজনক বলে মনে হচ্ছে। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হোক। সদর জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, “আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—ঘটনার তদন্ত করে দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। জুড়ী থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।