সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫
মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার মৌলভীবাজারের জুড়ী উপজেলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬আগস্ট) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলু সূত্রধর। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, ভূকশিমইল কলেজের প্রভাষক জহিরুল ইসলাম সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেব, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুস শহীদ, মোঃ নজরুল ইসলাম, আকলিমা বেগম, গৌরাঙ্গ দেবনাথ,হোসনারা বেগম,মোঃ আব্দুল মান্নান,মোঃ সেলিম আহমদ, মোঃ শহীদুল ইসলাম ভূইয়া, নাজিরা আক্তার নাজু, মিনতি রানী, শিউলী রানী, সুজন রুদ্র পাল, মাসুম আহমদ,গৌছ উদ্দিন, অনুরাধা দে প্রমুখ। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভালো ফলাফল অর্জিত হয়।
এক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষার্থীদের পাঠদানে যত্নশীল হতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ভালো ফলাফলের বিকল্প নেই। আর ভালো ফলাফলের জন্য রুটিন মাফিক নিয়মিত পড়ালেখা করতে হবে।
তিনি প্রযুক্তির কুফল সম্পর্কে সচেতন থাকার জন্য সবাইকে অনুরোধ জানান। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আরিশা রহমান তানিশা ও নবম শ্রেণির শিক্ষার্থী নাজিয়া নুর সাবা।মতবিনিময় অনুষ্ঠান শেষে অত্র বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর অনুরাধা দে NTRCA কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে অন্যত্র চাকুরী হওয়াতে বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের পক্ষ থেকে উনাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD