১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র ধরা পড়েছে

admin
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১৯:০৯:১৪
জুড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র ধরা পড়েছে

Manual2 Ad Code

মোঃ মাছুম আহমদ জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের দায়িত্বহীনতার চিত্র ধরা পড়েছে।

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্ধারিত সময় উপেক্ষা করে, অনেক শিক্ষকই নিজের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা–যাওয়া করছেন। শহীদ মুক্তিযোদ্ধা আব্দুর নূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আশা রানী দেবী সকাল ৯টা ৩২ মিনিটে এবং সহকারী শিক্ষক রুহানা আক্তার সকাল ৯টা ২০ মিনিটে প্রবেশ করেন। অথচ সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় উপস্থিত তাকার কথা।

 

 

 

Manual4 Ad Code

 

কাপনাপাহাড় চা–বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজকুমার নাথ সকাল ৯টা ৪০ মিনিটে এবং সহকারী শিক্ষক জনি দে সকাল সাড়ে ৯টায় প্রবেশ করেন। এছাড়া হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ৩টা ২০ মিনিটে গিয়ে দেখা যায় বিদ্যালয় তালাবদ্ধ রয়েছে। এলাকাবাসীর অভিযোগ—শিক্ষকদের এ ধরনের অবহেলায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপময় দাস চৌধুরী জানিয়েছেন, এ অনিয়মের বিষয়ে তারা অবগত আছেন। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোঃ মাছুম আহমদ, জুড়ী মৌলভীবাজার প্রতিনিধি।