রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক মামলার এক অভিযানে পুলিশ যখন এক ব্যক্তিকে গ্রেপ্তার করছিল, তখন হৃদয়বিদারক একটি দৃশ্যের সৃষ্টি হয়। আটক ব্যক্তির সাত-আট বছর বয়সী মেয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিল। এমন সময় ভিড়ের মধ্যে থেকে কেউ একজন শিশুটির গালে চড় মারেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
পুলিশের দাবি, মাদক বিক্রির অভিযোগে রুস্তম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তবে শিশুটিকে চড় মারার ঘটনায় পুলিশের কেউ জড়িত নন বলে জানিয়েছে তারা। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ভোরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ‘ককটেল’ বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হন। ওই ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ, যাদের মধ্যে রুস্তমও ছিলেন।
ভিডিও ফুটেজে দেখা যায়, রুস্তমকে আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁর কন্যাশিশুটি কান্নাজড়িত কণ্ঠে বাবাকে আঁকড়ে ধরেছে। এ সময় ভিড়ের মধ্য থেকে কেউ একজন শিশুটিকে চড় মারেন, পরে অন্যরা শিশুটিকে সরিয়ে নেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। অনেকেই মন্তব্য করেছেন,
“অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতেই পারে, কিন্তু একটি নিরপরাধ শিশুকে মারধর করা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
আরও কিছু মন্তব্যে দেখা গেছে, কেউ কেউ রুস্তমের রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকে শিশুটির প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।