১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত

admin
প্রকাশিত ১৯ জুলাই, শনিবার, ২০২৫ ১৮:৫০:০৭
জেলা প্রশাসকে পাঁচ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত

Manual8 Ad Code

সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের ছয় কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। তাদের আগামী পাঁচ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

অভিযুক্তরা হলেন-জেলা প্রশাসক ও খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ শের মাহবুব মুরাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (রাজস্ব), সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড সিলেট মহানগর সার্কেল ও সিনিয়র সহকারী কমিশনার, শিক্ষা শাখা জেলা প্রশাসকের কার্যালয়।

 

সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল বাকী চৌধুরীসহ পাঁচজন শিক্ষাবিদ আদালতে অভিযোগ করলে বুধবার আদালত এই নির্দেশ দেন। এর আগে সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ট্রাস্টি বোর্ডে প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে অন্তর্ভুক্তি করায় মামলা করা হয়।

 

Manual2 Ad Code

পাঁচ ট্রাস্টির আইনজীবী সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট এরশাদুল হক জানান, ‘আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়ে পাঁচ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।

 

আব্দুল বাকী চৌধুরী বলেন, ‘লিখিতভাবে আপত্তি জানানোর পরও জেলা প্রশাসক স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসাবে তার দপ্তরের পাঁচ কর্মকর্তাকে নিয়োগ দেন। এ নিয়ে আইনি জটিলতা থাকায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।

Manual2 Ad Code