১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জেলা প্রশাসনের সম্মাননা পেলেন সাংবাদিক শাহানুর ইসলাম

admin
প্রকাশিত ১৩ এপ্রিল, রবিবার, ২০২৫ ২২:২১:১০
জেলা প্রশাসনের সম্মাননা পেলেন সাংবাদিক শাহানুর ইসলাম

Manual7 Ad Code

মানিকগঞ্জ শহরে বিভিন্ন স্থানে অভিভাবকহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করা, ঝুঁকিতে থাকা, ড্যান্ডি নেশাগ্রস্ত ছয়জন শিশুকে উদ্ধার ও পুনর্বাসন জেলা প্রশাসনকে সহযোগিতার জন্যে সম্মাননা পেয়েছেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: শাহানুর ইসলাম।

Manual3 Ad Code

রোববার (১৩ এপ্রিল) মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা মিটিং এ জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড.মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা: ইয়াসমিন খাতুন, ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসাইন চৌধুরী পিএসসি এই প্রশংসাপত্র শাহানুর ইসলামের হাতে তুলে দেন।

এ সময় ডিডিএলজি সানজিদা জেসমীন, এডি এম মো: নাজমুল হাসান খান, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আ: বাতেন, জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের জেলা নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে একই কাজের স্বীকৃতি স্বরূপ এনডিসি মো: আহসানুল হক, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ্ ও ঘিওর উপজেলা সমাজসেবা ও প্রবেশন কর্মকর্তা জয় কৃষ্ণকে সম্মাননা পত্র তুলে দেয়া হয়।

গত ২৭ মার্চ রাতে বাসস্ট্যান্ড এলাকায় জনজন পথশিশুকে ড্যান্ডি নেশা করা অবস্থায় দেখতে পেয়ে সাংবাদিক মো: শাহানুর ইসলাম তাদের উদ্ধারের জন্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লাকে ফোনে বিষয়টি অবগত করে সদর থানায় চলে যান। থানায় ওসি এস এম আমানুল্লাহ ও তার দলকে সাথে নিয়ে তাদের উদ্ধার করে সদর থানায় নিয়ে যান। এ সময় শিশুগুলো নেশাগ্রস্ত ও অসুস্থ ছিল। পরে জেলা প্রশাসকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সদর থানার ওসির প্রচেষ্টায় রাতেই তাদের সদর হাসপাতাল হতে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে যাবতীয় প্রক্রিয়া শেষে তাদের ঢাকায় অভ্যর্থনা ও সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।

Manual1 Ad Code

জেলা প্রশাসকের ব্যক্তিগত পক্ষ হতে প্রত্যেক শিশুকে দু’সেট করে নতুন পোষাক ও ব্যাগ প্রদান করা হয়।

উল্লেখ্য, অভিভাবকহীন এই শিশুগুলো দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ড্যান্ডি নেশা করত এবং অতি সম্প্রতি ছোটখাট চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মে যুক্ত হতে থাকে। তাদের উদ্ধার করে পুনর্বাসন সিদ্ধান্ত নেয়া হলেও বিভিন্ন কারণে তাদের উদ্ধার করা যায়নি। পুলিশ বা সরকারি লোক আসছে শুনলেই তারা পালিয়ে যেত। নেশাগ্রস্ত অবস্থায় নোংরা জীবন যাপন করত এই শিশুরা। একটি সম্মিলিত প্রচেষ্টায় তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় নিতে পেরে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ মানিকগঞ্জবাসী খুশি।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের জন্যে সমাজের সকল শিশুকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। আমাদের অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের আন্তরিকতা আর দেশপ্রেম থাকলে আমরা যেকোনো কাজই সফলভাবে করতে পারি। আমাদের শিশুগুলো শুধু পথশিশু নয়, তারা আমাদেরই সন্তান। আমাদের সবাইকে এ ধরনের শিশুদের পাশে দাঁড়াতে হবে। আর যারা এ ধরনের ভালো কাজের সাথে যুক্ত থাকে তাদেরকে আমরা উৎসাহ দিলে আরো অনেকেই এমন ভালো কাজে যুক্ত হবে।

Manual8 Ad Code

সাংবাদিক শাহানুর ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা মানবতা ও ভালোবাসার তাগিদে শিশুদের উদ্ধারে এগিয়ে গিয়েছি। কোনো পুরস্কার বা সম্মাননা চিন্তা করিনি। তারপরও জেলা প্রশাসন যেটা করেছে তার জন্যে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’