
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নারীদের এমনভাবে সরিয়ে রাখা হয় যে সার্চ ইঞ্জিনেও তাদের অবদানের খোঁজ পাওয়া যায় না। তিনি বলেন, “এমন না যে নারীরা নেই, কিন্তু আমরা তাদের সামনে আনি না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে ‘জলবায়ু অভিযোজনে গ্রামীণ নারী’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) সেমিনারটির আয়োজন করে।
ফরিদা আখতার বলেন, “মাইক্রো লেভেলে আমরা গ্রামীণ নারীদের পাই। তাদের অবদানের বিভিন্ন দিক নিয়ে গবেষণা হওয়া দরকার। গ্রামীণ নারীদের সম্পৃক্ত না করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমাদের জেলেরা প্রাপ্য মজুরি পায় না দাদন প্রক্রিয়ার কারণে। এটি এখন মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়ার অবসান জরুরি। পাশাপাশি জেলে পরিবারের নারীদের স্বীকৃতি দেওয়াও প্রয়োজন।”
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ে গ্রামীণ নারীদের ওপর। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নারী নেতৃত্বকে আরও এগিয়ে আনতে হবে।