
জৈন্তাপুরে আন্তর্জাতিক
মানবাধিকার দিবস উদযাপন
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
এ উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জৈন্তাপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন জৈন্তাপুর শাখার সভাপতি সাংবাদিক ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আম্বিয়া হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক ও ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার উপদেষ্টা বাহারুল আলম বাহার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামি জৈন্তাপুর উপজেলা শাখার আমির গোলাম কিবরিয়া, আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হেলাল আহমেদ, জৈন্তাপুর বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মোরসালিন রুহেল, জৈন্তাপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি ও ১নং নিজপাঠ ইউ/পি সদস্য সেলিম আহমেদ, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মো: আব্দুল্লাহ প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, সমাজে শান্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য মানবাধিকার রক্ষা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে সহমর্মিতা, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তারা আরও বলেন, বিদ্বেষ, বিভাজন ও সহিংসতা মানবাধিকারকে ক্ষতিগ্রস্ত করে। তাই সংঘাত নয়, বরং ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির পথেই সমাজকে এগিয়ে নিতে হবে। নতুন প্রজন্মকে মানবাধিকার শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারলে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।
বক্তারা মানবাধিকার লঙ্ঘন রোধে প্রশাসন, গণমাধ্যম, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার সহ-সভাপতি হোসেন আহমেদ, সদস্য সুহেল আহমেদ, ৪নং দরবস্ত ইউ/পি সদস্যা মিনু রানী দেব,সাহেদ আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ,আসহার উদ্দিন তুহিন, মকসুদুল আম্বিয়া, সাইদুল আলম,এছাড়াও কমিশনের অন্যান্য নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে মানবাধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বার্তা প্রেরক:
মো: আব্দুল্লাহ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
মোবাইল: ০১৭২৮-১১৫৭৬৮
তাং: ১০/১২/২৫ইং