১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

admin
প্রকাশিত ২৭ মে, মঙ্গলবার, ২০২৫ ২৩:৩০:৩০
জৈন্তাপুরে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

Manual5 Ad Code

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুরে  ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে তিনটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

Manual3 Ad Code

 

 

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার  (২৪ মে) শুরু হয়ে সোমবার (২৮ মে) পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে  এই প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা’র সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর  বিলাল আহমেদ’র  সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Manual3 Ad Code

 

 

 

সমাপনী বক্তব্যে ইউএনও জর্জ মিত্র চাকমা  বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি সদস্যদের দক্ষতা বাড়বে এবং তাঁরা মাঠপর্যায়ে মানুষকে এই সেবার সুফল সম্পর্কে সচেতন করতে পারবেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারযোগ্য বিষয়, আবেদন প্রক্রিয়া ও কার্যক্রমের সুচারু প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।