সিলেট ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
জৈন্তাপুরে চোরাচালানের পণ্য ১০ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে দিলেন ছাত্রদল নেতা ফারহান।
সম্প্রতি এক মহিলা চোরাকারবারী দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ওই ভিডিওটিতে মহিলা জানান, তিনি চোরাই পথে ৪ বস্তা চিনির একটি চালান টমটমে নিয়ে আসছিলেন। কিন্তু পথে জৈন্তাপুর থানার এ এস আই আলম চালানটি আটক করে। তিনিই পরে নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহানকে কল দেন।
ফারহান ছাত্রদল নেতা হলেও পুলিশের লাইনম্যান হিসাবে তিনি বেশি পরিচিত। তিনি ঘটনাস্থলে উপস্থিত হলে শুরু হয় দরকষাকষি। প্রথমে ৫০ হাজার টাকা দিলে চিনিগুলো ছেড়ে দেয়ার কথা জানান।
কিন্তু ঐ মহিলা এতে অপারগতা প্রকাশ করেন। অনেক দরকষাকষির পর রফা হয় ১০ হাজারে। মহিলা ১০ হাজার টাকা ফারহানের হাতে তুলে দেন। এরপর তিনি তার ১০ বস্তা চিনি নিয়ে ফিরে যান।
এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে জৈন্তাপুরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে এসআই আলম ও ফারহানের কার্যকলাপে চরম অসন্তুষ্ট এলাকাবাসী।
জৈন্তাপুর থানাপুলিশের মেইনরোডের ‘লাইনম্যান’ নিজপাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারহানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ছাত্রদল ও যুবদলের নিরিহ নেতাকর্মীরা।
ঘটনার পরেরদিন এ বিষয় জানতে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন বাহিরে আছি,থানায় গিয়ে খোজ নিয়ে জানাব।
এ ব্যপারে জানতে এ এস আই আলমের মুঠোফোনে কল দিলে সিলেটের বারুদ কর্তৃপক্ষকে হরিপুর বাজারে চায়ের আমন্ত্রণ করেন এবং ছাত্রদল নেতা ফারহানের মুঠোফোনে কল দেওয়া হলে কল রিসিভ হয়নি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD