জৈন্তাপুরে জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন বর্ধিত সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

জৈন্তাপুরে জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন বর্ধিত সভা অনুষ্ঠিত।

মীর শোয়েব আহমদ:: জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।  সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক  ট্রেড ইউনিয়ন (রেজি: নং সিলেট-৮৮) নিজপাট  হর্নি-নয়াগ্রাম আয়োজিত নবগঠিত কমিটির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

২১ শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলীম উদ্দিন।  সাধারণ সম্পাদক মাওলানা আলীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।  বক্তব্য রাখেন সংগঠনেন যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আবু শাহিদ, জৈন্তাপুর প্রেসক্লাব অর্থ সম্পাদক ও সংগঠনের প্রচার সম্পাদক  মীর মো: শোয়েব আহমদ, ক্রীড়া সম্পাদক সুব্রত দাস ও দপ্তর সম্পাদক আব্দুর রব সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

 

সভায় সিলেট জেলা কৃষি খামার ও কৃষিজীবী শ্রমিক ট্রেড ইউনিয়ন কে গতিশীল করতে বেশ কিছু উদ্যাগ গ্রহন করা হয়েছে। সংগঠনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে সবাই-কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়েছে।

সর্বশেষ নিউজ