১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে ট্রাকের চাপায় ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

admin
প্রকাশিত ২৪ ফেব্রুয়ারি, সোমবার, ২০২৫ ২০:৫৩:০৫
জৈন্তাপুরে ট্রাকের চাপায় ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

Manual3 Ad Code

মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর।  সিলেট তামাবিল মহাসড়কের ট্রাক চাপায় দুইজন মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে। রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) দুপুর দুইটায় জৈন্তাপুরের কাটাগাঙ এলাকায়  এই ঘটনাটি ঘটে।

 

Manual3 Ad Code

 

 

এ ঘটনায় বাইকে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার ডিবির হাওড় এলাকার মৃত আলি আহমেদের পুত্র দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির পুত্র মো তোফায়েল (২৬)। আহত অপর জন হলেন, উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের পুত্র সাব্বির আহমেদ (৩২)।

 

 

Manual3 Ad Code

 

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার দুপুরে তিনজন একটি বাইক যোগে জৈন্তাপুর সদরে আসার পথে কাটাগাঙ এলাকায় এসে পৌছালে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যান, ও একজন আহত হন।

 

 

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

স্থানীদের খবরে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্হানীয়দের সহায়তায় মরদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

 

 

 

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটির অনুসন্ধান চলছে।