জৈন্তাপুর (সিলেট): বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, (রেজি নং এস ১২০৬৮ ) জৈন্তাপুর উপজেলার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেন সিলেট জেলা কমিটি। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ জয়নাল আবেদীন, ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাষ্টার দুলাল চন্দ্র দেব । সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, আব্দুল আহাদ এ ছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন লুৎফর রহমান,, ফয়জুর রহমান, রাজ কুমার বিশ্বাস, । কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন আসাদুজ্জামান ও ।
সহ সাধারণ সম্পাদক, মোস্তাক আহমেদ ও নিয়ামত আলী। অর্থ সম্পাদক পদে আছেন, হোসেইন আহমেদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুমা বেগম । প্রচার সম্পাদক হিসেবে আছেন তাহমিনা আক্তার নিপা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন,আব্দুল কাদির , শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আছেন মোহাম্মদ হানিফ ।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক হয়েছেন নাজমা বেগম , ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আফিয়া বেগম । সমাজকল্যাণ সম্পাদক, ফারহানা হালিম, প্রকাশনা সম্পাদক, রাহিন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা, রোমানা আক্তার, সমবায় সম্পাদক, তাহিরা বেগম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক, আয়েশা সিদ্দিকা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, সায়রা বেগম, আপ্যায়ন সম্পাদক, শাহেলা আক্তার, কাব ও স্কাউট বিষয়ক সম্পাদক, রীনা সরকার, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মনোয়ারা বেগম। মোট ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরও অনেক শিক্ষককে সদস্য পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে, শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে এবং সংগঠনের সার্বিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।