জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে ৯৬ বোতল মদ সহ ১জন আটক

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে ৯৬ বোতল মদ সহ ১জন আটক

জৈন্তাপুরে র‍্যাবের অভিযানে ৯৬ বোতল মদ সহ ১জন আটক

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটর জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎলারপার গ্রামে অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় মদসহ ১জনকে আটক করেছে র‍্যাব-৯।

 

র‍্যাব-৯ প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ ২৩ মে শুক্রবার রাত অনুমান ৮টা ৫৫ মিনিটের সময় জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের উৎলারপাড় এলাকায় আভিযান পরিচালনা করে। এ সময় ৯৬ বোতল ভারতীয় মদ সহ ১জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তি জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎরপার গ্রামের মো. শহজাহান মিয়ার ছেলে মো. শাহীন আহমেদ (২৫)। পরে র‍্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের ও আটককৃত মদ ও মাদক বিক্রেতাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।
র‍্যাব-৯ মিডিয়া সেল জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা সংবাদের ভিত্তিত্বে তাদের অভিযান চলমান থাকবে।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন মদক সহ ১জনকে আটক পূর্বক র‍্যাব-৯ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আমাদের কাছে হস্তান্তর করে। আটক ব্যাক্তিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ