২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

admin
প্রকাশিত ০৮ এপ্রিল, মঙ্গলবার, ২০২৫ ২২:২৭:৩১
জৈন্তাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

Manual2 Ad Code

জৈন্তাপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা।

Manual6 Ad Code

 

মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর : জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে হরিপুর সেনাক্যাম্পে ২৭ বীর ইউনিটের অধিনায়কের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

আজ মঙ্গলবার (৮ই এপ্রিল) ৪:৩০ ঘটিকায় জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ২৭বীর ইউনিটের অধিনায়কের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরো উপস্থিত ছিলেন হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ চারজন কমিশন্ড অফিসার, ২ জন জেসিও।
এ সময় উপজেলার মোট ১৪ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সমগ্র জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিবিধ বিষয় নিয়ে দুইঘন্টাব্যাপী আলোচনা হয়। আলোচনা চলাকালে উপস্থিত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উম্মুক্ত ভাবে বক্তব্য রাখেন। এ সময় সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, চুরি ডাকাতি বন্ধ, মাদক পাচার নির্মুল , নিরাপদ সড়ক নিশ্চিত করণ, যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিতকরণ ,পরিবেশ রক্ষা বিবিধ বিষয় নিয়ে আলোচনা হয়।

Manual6 Ad Code

 

সমাপনী বক্তব্যে ২৭ বীর ইউনিটের অধিনায়ক বলেন, সাংবাদিকরা হলেন সমাজের দর্পন। সমাজ থেকে দূর্নীতি অনিয়ম দূর করতে এবং প্রকৃত ঘটনা তুলে ধরা যেমন সাংবাদিকদের কাজ তদ্রূপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক তথ্য দিয়ে এসব অনিয়ম দূর করতে সহায়তা করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জৈন্তাপুর উপজেলার সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান।

Manual5 Ad Code