সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
মীর শোয়েব আহমদ, জৈন্তাপুর : গত ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে প্রধান আসামিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
আটক হওয়া আসামির নাম আব্দুল মতিন (৪৫)। সে কেন্দ্রী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবারে ভাংচুর ও লুটপাটের ঘটনায় হামলার স্বীকার আহত আমিরুন নেছা বাদী হয়ে ওইদিন বিকেলে থানায় ৭ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ ঘটনাটির তদন্ত সাপেক্ষে শনিবার মামলাটি রেকর্ডভুক্ত করেন।মামলা নং – ১৪ জৈন্তাপুর মডেল থানা ২২/০২/২০২৫।
পরে শনিবার দুপুরে আসামি গ্রেফতারে ৪ নং বাংলা বাজার এলাকায় অভিযানে নামে পুলিশ। ওইদিন বেলা ৩:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে আসামি আবদুল মতিনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান আটক আসামিকে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
উল্লেখ্য গত ২১শে ফেব্রুয়ারী গভীর রাতে বিরোধপূর্ণ অমিমাংসীত জায়গায় বাড়ী নির্মাণকে কেন্দ্র করে আব্দুল মতিনের নেতৃত্বে বসতবাড়িতে ভাংচুর চালানো হয়। উক্ত ঘটনায় আহত জাকিয়া বেগম (৩০), আলী হোসেন (১৩), আমিরুন নেছা(৩৫), মরিয়ম বেগম আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD