১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান পন্য আটক, বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা।

admin
প্রকাশিত ২৬ এপ্রিল, শনিবার, ২০২৫ ১৮:৪৬:৩৯
জৈন্তাপুর সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান পন্য আটক, বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা।

Manual5 Ad Code

জৈন্তাপুর সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান পন্য আটক, বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা।

 

Manual1 Ad Code

মোঃ শোয়েব আহমদ :: জৈন্তাপুর সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) শ্রীপুর বিওপি এক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান পন্য আটক করেছে।
যার বাজার মূল্য অন্তত ৬ কোটি টাকা।
২৬ এপ্রিল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র আওতাধীন সিলেট জেলার জৈন্তাপুর সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র উপ-অধিনায়ক মেজর মোঃ নূরুল হুদার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় লেহেঙ্গা, স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, রূপ জি ক্রিম, জিলেট ব্লেইড, চিনি, ফিয়ামা সাবান, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, কিটকেট চকলেট, ফুচকা, শুটকি, পান এবং চোরাচালান পন্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও পিক আপ গাড়ি আটক করা হয়েছে।আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ কোটি টাকা হবে ।

Manual4 Ad Code

 

এই ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক
সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ তিনি বলেন, বিজিবির উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী জৈন্তাপুর এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত চোরাচালান পন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সীমান্তে অবৈধ চোরাচালান ব্যবসা রোধকল্পে স্থানীয় সাংবাদিক সহ এলাকার সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code