১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জোবাইদার সাজার বিরুদ্ধে আপিল শুনানি

admin
প্রকাশিত ২৩ মে, শুক্রবার, ২০২৫ ২২:৪৯:৩৯
জোবাইদার সাজার বিরুদ্ধে আপিল শুনানি

Manual5 Ad Code

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে জোবাইদা রহমানের করা আপিলের শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

Manual2 Ad Code

জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট জাকির হোসেন ভূঞা। জোবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।

Manual7 Ad Code

আপিলের জন্য ১৩ মে জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেন হাইকোর্ট। আদালত পরদিন তাঁকে জামিন দেন এবং তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেন। পরে আপিল করেন জোবাইদা রহমান।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। ২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায়ে বিচারিক আদালত তারেক রহমানের ৯ বছরের কারাদণ্ড এবং তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। তাঁকে ৩ কোটি টাকা ও জোবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ সেপ্টেম্বর জোবাইদা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল করার শর্তে এক বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়।

Manual5 Ad Code