নতুন মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। সৌদি প্রো লিগে টানা দুই ম্যাচ জিতেছে দলটি। এখনো পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি তাদের। তবে আল খুলুদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ছন্দে ছিলেন না রোনালদো।
আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল নাসর ২-০ ব্যবধানে জিতলেও গোলশূন্য ছিলেন পর্তুগিজ তারকা। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে কিংসলে কোমানের অ্যাসিস্ট থেকে সাদিও মানের গোলে এগিয়ে যায় আল নাসর। ৮১ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের পাস থেকে ইনিগো মার্তিনেজ গোল করলে ব্যবধান দাঁড়ায় ২-০।
রোনালদো একবার স্পষ্ট সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “একসঙ্গে লড়ব। একসঙ্গে জিতব। সমর্থনের জন্য ধন্যবাদ।”
শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল আল খুলুদ, তবে মাইজিয়ান মাওলিদা সেটি কাজে লাগাতে ব্যর্থ হন। এই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল নাসর। সমান পয়েন্ট পাওয়া আল খালিজ গোল ব্যবধানে রয়েছে দুইয়ে।