১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নারীসহ দুইজনের ১৪ বছরের কারাদণ্ড

admin
প্রকাশিত ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৫৫:০১
ঝালকাঠিতে জাল টাকা বহনের দায়ে নারীসহ দুইজনের ১৪ বছরের কারাদণ্ড

Manual6 Ad Code

ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১ দুজনকে জাল টাকা বহনের দায়ে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

দণ্ডপ্রাপ্তরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর এলাকার নূপুর বেগম (৩৫) এবং ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার জসিম খলিফা (৩৬)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আক্কাস সিকদার।

Manual8 Ad Code

ঘটনার পটভূমি

ঝালকাঠি জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন জানান, ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে কবিরাজ বাড়ি রোড বিএডিসি অফিসের সামনে থেকে তাঁদের আটক করা হয়। এসময় ১ হাজার টাকার ১৯৬টি, ৫০০ টাকার ২০০টি এবং ২০০ টাকার ৫টি জাল নোটসহ মোট ২ লাখ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

এরপর এসআই সুবর্ণ চন্দ্র দে বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুন এসআই সিদ্দিকুর রহমান বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Manual5 Ad Code

আদালতের রায়

মামলার শুনানিতে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় নূপুর বেগম আদালতে উপস্থিত থাকলেও জামিনে থাকা জসিম খলিফা পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।