২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে রাতের বাগ্‌বিতণ্ডার পর ১৯ বছরের যুবকের আত্মহত্যা

admin
প্রকাশিত ০৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:৫৭:০৭
ঝিনাইদহে রাতের বাগ্‌বিতণ্ডার পর ১৯ বছরের যুবকের আত্মহত্যা

Manual7 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি
কোটচাঁদপুর, বৃহস্পতিবার

Manual4 Ad Code

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাড়ি ফেরা ও টাকাপয়সা নিয়ে পিতার সঙ্গে বাগ্‌বিতণ্ডার পর ১৯ বছর বয়সী শিমুল হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কোটচাঁদপুর থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

শিমুল উপজেলার কাগমারী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ডের একটি ওয়েল্ডিং কারখানায় কাজ করতেন। পেশায় ছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি।

পরিবারের বর্ণনায়, শিমুল রাতে দেরিতে বাড়ি ফিরতেন এবং কাজের টাকার হিসাব বাড়িতে দিতেন না। এ নিয়ে বুধবার রাতে পিতার সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। বৃহস্পতিবার সকালে শোয়ার ঘরের বাঁশের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।

Manual8 Ad Code

শিমুলের ভাবি বন্যা খাতুন প্রথম লাশটি দেখে চিৎকার করেন এবং স্থানীয়রা ছুটে আসেন।

Manual2 Ad Code

শিমুলের পিতা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘প্রতিদিনই সে দেরিতে ফিরত এবং আয়-রোজগারের হিসাবও দিত না। এ নিয়ে রাতে একটু বাগ্‌বিতণ্ডা হয়। হয়তো এ কারণে সে আমার ওপর অভিমান করে চলে গেল।’

Manual3 Ad Code

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টে যদি প্রয়োজনীয় কিছু পাওয়া যায়, ব্যবস্থা নেওয়া হবে। এখন থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’