২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

ঝুঁকিপূর্ণ দেয়াল নিয়ে বিপাকে এলাকাবাসী

admin
প্রকাশিত ১৮ মে, রবিবার, ২০২৫ ১৯:৩৬:৪৫
ঝুঁকিপূর্ণ দেয়াল নিয়ে বিপাকে এলাকাবাসী

Manual2 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের কাজিরখলা এলাকায় অবস্থিত সিলেট পলিটেকনিক্যালের ৭০ বছরের পুরাতন দেয়াল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত শুক্রবার রাতে ঝড়ে একটি গাছ নিয়ে দেয়ালটি রাস্তার উপর পড়ে যায়। সে কারণে চরম ঝুঁকিতে রয়েছেন এলাকার মানুষ।

 

 

 

 

রবিবার (১৮ মে) ঝুঁকিপূর্ণ দেয়াল পরিদর্শনে যান সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র (১ম) ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এই সময় তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে সিলেট পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সাথে বিষয়টি নিয়ে আলোচনায় মিলিত হন। এসময় তিনি দেয়াল ভেঙ্গে ছোট রাস্তা প্রশস্ত করার দাবী জানান। তিনি এলাকাবাসীর সমস্যা তুরে ধরে বলেন, হাজার মানুষ চলাচলের রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় তিন থেকে চার হাজার মানুষ চরম ঝুকিপূর্ণ ভাবে দীর্ঘদিন যাবত চলাচল করছেন। রাস্তার উপর দেয়াল পড়ে যাওয়া এখন চরম ঝুঁকিতে রয়েছেন। এসময় অধ্যক্ষ আশ্বাস প্রদান করেন সংশ্লিষ্ট্রদের সাথে আলাপ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের।

 

 

Manual6 Ad Code

 

 

 

এলাকাবাসী জানান, সিলেট পলিটেকনিক্যালের ও গ্লাস ফ্যাক্টরির ঝুকিপূর্ণ দেয়ালের কারণে বিপাকে আছে এলাকাবাসী। সেই ৭০ বছরের প্রাচীন ২ দেয়াল চরম ঝুকিপূর্ণ ভাবে রাস্তার উপর হেলে আছে এবং গ্লাস ফ্যাক্টরির ভিতরে সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ২টি রাস্তা রয়েছে। এলাকাবাসী চরম হতাশাগ্রস্থ অবস্থায় প্রত্যেকটি মুহুর্তে ঝুকি নিয়ে চলাচল করছি। এলাকায় কোন ধরনের দূর্ঘটনা গঠলে ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, জরুরি কাজে ব্যবহারিত বিদুৎতের গাড়ি, সিটি কর্পোরেশনের জরুরী কাজে ব্যবহারিত গাড়ি, বাড়ির কাজের নির্মাণাধিন আসবাবপত্র, মানুষ মৃত্যুবরণ করলে প্রয়োজনী গাড়ি ও আসবাবপত্র প্রবেশ করতে পারে না।

 

 

Manual7 Ad Code

 

 

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো. নূর উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল কামাল, এলাকার মুরব্বী রফিক মিয়া, বাহার উদ্দিন, মামুন মিয়া, নানু মিয়া, কামাল মিয়া, লায়েক মিয়া, আলমীগর হোসেন, শিব্বির হোসেন, দিলদার হোসেন, মকবুল হোসেন, স্বপ্ন যুব সংঘের সভাপতি মো. নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, রুহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজমুল ইসলাম, ফয়সল আহমদ, ফজর আলী, জুনেদ আহমদ, সুমন আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ, শাকিল আহমদ, নাজিম উদ্দিন, সাজন আহমদ, আল-আমিন, নূর আমিন, সাহিদ আহমদ, রুমন আহমদ, সানি আহমদ, রকিবুল ইসলাম, ফাহিম আহমদ, রুবেল আহমদ, লিটন আহমদ প্রমুখ।