
গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টঙ্গীর তিনটি, উত্তরের দুটি ও কুর্মিটোলার দুটি ইউনিটসহ মোট সাতটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার সদস্য ও এক দোকান মালিক দগ্ধ হন।
আহতরা হলেন—ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম, ফায়ার ফাইটার মো. শামীম, মো. নুরুল হুদা, মো. জয় হাসান এবং স্থানীয় দোকান মালিক বাবু (২০)। তাঁদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা চলাকালীন হঠাৎ গুদামে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন দগ্ধ হন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, গুদামটিতে কেমিক্যাল মজুত ছিল। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন, বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।