১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

টঙ্গীতে মামলা না তোলায় দুই ভাইকে কুপিয়ে জখম

admin
প্রকাশিত ২২ নভেম্বর, শনিবার, ২০২৫ ১৮:২৫:৪৭
টঙ্গীতে মামলা না তোলায় দুই ভাইকে কুপিয়ে জখম

Manual5 Ad Code

গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় সমঝোতা করতে অস্বীকৃতি জানানোয় দুই ভাইকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় আহত এক ভাই আজ শনিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। হামলাটি ঘটে গত বুধবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় সালামের আটারকল এলাকায়।

Manual2 Ad Code

আহতরা হলেন— টঙ্গীর পাগাড় এলাকার সোহান মিয়া ও তাঁর ভাই সোহেল। গুরুতর আহত সোহেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

অভিযোগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, পাগাড় এলাকায় রিকশা গ্যারেজ ব্যবসা শুরু করেন সোহান মিয়া। কিছুদিন আগে ওই এলাকার নূরুল ইসলাম, হাসান, কামালসহ কয়েকজন গ্যারেজে গিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে তিনি থানায় মামলা করেন। পরে পুলিশ জুনায়েদ, রাকিব ও জীবন নামের তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

Manual6 Ad Code

মামলা তুলে নিতে সোহানকে চাপ দেন অভিযুক্ত কামাল। কিন্তু তিনি রাজি না হওয়ায় বুধবার সন্ধ্যায় অভিযুক্তরা ছুরি ও চাপাতি নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে দুই ভাইকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেন। সোহেলের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ভুক্তভোগী সোহান মিয়া বলেন, “মামলা তুলে না নেওয়ায় আমাদের দুই ভাইকে কুপিয়ে আহত করেছে। আজ শনিবার হাসপাতাল থেকে ফিরেছি। নিরাপত্তাহীনতায় পরিবার নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকছি।”

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Manual5 Ad Code

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। আরও একটি মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।”