সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মহানগর টঙ্গী পশ্চিম থানা সামনে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আশিকুর রহমান কে কুপিয়ে জখম করেছেন একদল সন্ত্রাসী। এ সময় সাথে থাকা আরও এক সাংবাদিক আহত হয়েছেন।
এঘটনায় সোমবার (২৭ জানুয়ারি) সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকার আবুল বাশার (জ্বীন হুজুর) এর ছেলে ইমরান মাজহারি, ইমরান মাজহারির ভাই ফোরকান মাজরী ও অজ্ঞাত নামা আরও ৩/৪ জন।
মামলা এজহার সুত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৮ টায় সময় টঙ্গী পশ্চিম থানার সামনে খাঁ পাড়া রোডে আতিকের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। সাংবাদিক আশিকুর রহমানের পরিবারকে নিয়ে বিরুপ মন্তব্য করায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ইমরান মাজহারি ও তার ভাই তাদের এক দল সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্রস্রে সজ্জিত সাংবাদিক আশিকুর রহমানের উপর অতর্কিত হামলা চালায়। ১নং বিবাদীর হাতে থাকা চাপাটি ও ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে করে ।
সাংবাদিক আশিকুর রহমানের মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে কোপ মারিয়া মর্মান্তিক ভাবে রক্তাক্ত যখম করে। দুই নং বিবাদীদ্বয় সহ তাহাদের সঙ্গীয় অজ্ঞাত নামা বিবাদীগন প্রকাশ্যে সাংবাদিক আশিকুর রহমানকে এলোপাতাড়ি কিল ঘুষি মেড়ে আঘাত প্রাপ্ত করে। হত্যা ও গুম এর হুমকি ধামকি প্রদান করে চলে যায়। সাংবাদিক আশিকুর রহমানের স্ত্রী জানান, গত ০২ দিন পূর্বে উক্ত বিবাদী আমার স্বামী আশিকুর রহমান (৪২)-কে ফোন করের অযথাই বিভিন্ন মন্তব্য, উশকানি মূলক কথা বার্তা ও গালিগালাজ করে।
আমার স্বামী প্রতিবাদ করিলে আসামী আমার স্বামীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। শনিবার রাতে আমার স্বামী টঙ্গী পশ্চিম থানাধীন খাঁ-পাড়া রোড, হাফিজ বেকারীর বিপরীতে আতিক এর চায়ের দোকানের সামনে অবস্থানকালে উক্ত বিবাদী আমার স্বামীকে দেখিতে পাইয়া অযথাই পূণরায় বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
আমার স্বামী প্রতিবাদ করলে ১ নং বিবাদী কতিপয় সন্ত্রাসী বাহিনী নিয়ে লোহার ছুড়ি ও পাইপে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর উপর অতর্কিত হামলা করে। ১নং বিবাদীর হাতে থাকা লোহার ছুড়িদ্বারা হত্যার উদ্দেশ্যে আমার স্বামীর মাথায় ও গলায় এবং পিঠে মারাত্মক ভাবে পোঁচ মারিয়া কাটা/রক্তাক্ত যখম করে।
পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন এসে আমার স্বামীকে উদ্ধার করের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করেন। এবং বর্তমানে আমার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এঘনায় আমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছি। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই এবং বিচার চাই। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ ইস্কান্দার হাবিব জানান, এ বিষয়ে মামলা হয়েছে। মামলা নং ৩০/৩০,স্মা: ৪০২(৫/১) ২৭/০১/২৫, টঙ্গী পশ্চিম থানা। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD