টাঙ্গাইল: টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থী পরিবর্তন করেছে। এই আসনে অধ্যক্ষ মো. মোন্তাজ আলীকে পরিবর্তন করে মোহাম্মদ আব্দুল্লাহেল কাফীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মধুপুর উপজেলা জামায়াতের আমির মো. আবদুল কাদির। তিনি জানান, নির্বাচনী বিধিমালার শর্ত পূরণ না হওয়ায় প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা নির্বাচনে অংশ নিতে চাইলে অবসরের পর কমপক্ষে তিন বছর সময় অতিবাহিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু অধ্যক্ষ মো. মোন্তাজ আলী মধুপুর সরকারি কলেজ থেকে অবসর নেওয়ার পর তফসিল ঘোষণার দিন পর্যন্ত তাঁর সময় হয়েছে মাত্র ২ বছর ৭ মাস। এ কারণে মনোনয়ন বাতিলের ঝুঁকি এড়াতে নতুন প্রার্থী দেওয়া হয়েছে।
জানা গেছে, টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোন্তাজ আলীকে প্রথমে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি মধুপুর ও ধনবাড়ী উপজেলায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে ব্যাপক জনসংযোগও চালান।
তবে মনোনয়নপত্র সংগ্রহ ও পূরণের সময় নির্বাচনী বিধিমালার শর্ত অনুসরণ করতে গিয়ে বিষয়টি নজরে আসে, পরে দলীয়ভাবে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।