টাঙ্গুয়ার হাওরে হাউস বোট ও পর্যটকবাহী নৌকার সংঘর্ষ, আহত ৯

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৫

টাঙ্গুয়ার হাওরে হাউস বোট ও পর্যটকবাহী নৌকার সংঘর্ষ, আহত ৯

সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের পাটলাই নদীতে দুটি নৌযানের সংঘর্ষে অন্তত ৯ জন পর্যটক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার ছিলানী তাহিরপুর গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে পরিচালিত দোতলা হাউস বোট ‘ভ্রমণ তরী’ হাওর ভ্রমণ শেষে সুনামগঞ্জে ফিরছিল। এ সময় একই নদীতে চলমান স্থানীয় ছোট নৌযান ‘সোনিয়া জল পরিবহন’–এর সঙ্গে হাউস বোটটির সংঘর্ষ হয়। এতে ছোট নৌযানে থাকা কয়েকজন পর্যটক পানিতে পড়ে যান এবং বেশ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন—ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, কলেজের শিক্ষক আমিনুল হক, নাবিদ হাসান, সাকিন আহমদ, শামসুন্নাহার, শাসছিয়া, রেজুয়ান মিয়া এবং সোনিয়া পরিবহনের মাঝি কামাল উদ্দিন। মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

এক পর্যটক হাবিবুর রহমান জানান, পরিবারের ১৬ সদস্য নিয়ে তাঁরা হাওর ভ্রমণে যান। দুর্ঘটনার সময় তিনি নামাজে ছিলেন। হঠাৎ ধাক্কায় দুজন পানিতে পড়ে গেলে তিনি দ্রুত উদ্ধার কাজে অংশ নেন।

এ ঘটনায় ৫টি মোবাইল ফোন ও দুটি ক্যামেরা হারিয়ে গেছে বলেও জানান তিনি।

তাহিরপুর নৌ-পর্যটন শিল্প সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ রব্বানী বলেন, দুর্ঘটনাকবলিত নৌযান দুটি তাঁদের সমিতিভুক্ত নয়। তাঁর মতে, দোতলা বিশিষ্ট বড় হাউস বোটটি এই নদীর জন্য অনুপযোগী এবং অদক্ষ চালকের কারণেই এই ঘটনা ঘটেছে।

‘ভ্রমণ তরী’ হাউস বোটের পরিচালক ফয়জুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ক্ষতিগ্রস্ত নৌযানে পৌঁছান এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি থানা পুলিশের সঙ্গে সমাধান নিয়ে আলোচনা করছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, উভয় নৌযানের মালিক ও সংশ্লিষ্টরা থানায় অবস্থান করছেন এবং আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ