ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) দারুণ ফর্মে রয়েছে খুলনা। দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ১৭ রানে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে মোহাম্মদ মিঠুনের দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে খুলনা তোলে ১৮৬ রান। জবাবে ১৬৯ রানে থামে ঢাকার ইনিংস। সম্মিলিত পারফরম্যান্সে জয় পায় খুলনা দল।
খুলনার বড় পুঁজির পেছনে সবচেয়ে বড় অবদান আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক মিঠুনের। আফিফ ২৪ বলে ৪ চার ও ৩ ছয়ের সাহায্যে করেন ৪৫ রান। মিঠুনের ব্যাট থেকে আসে ২৮ বলে ৪১ রান। ইমরানুজ্জামান যোগ করেন ৩৪ এবং সৌম্য সরকারের ব্যাটে আসে ২৪ রান। ঢাকার তাইবুর রহমান ৪ ওভারে ৪২ রানে ৪ উইকেট নেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার শুরুটা ছিল উড়ন্ত। ৪.২ ওভারে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও মাহিদুল ইসলাম অঙ্কন। শিবলি ১৭ বলে ২৩ রান করে ফেরার পর ব্যাটিংয়ে ধারাবাহিকতা রাখতে পারেনি দলটি।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪৭ রান করেন মাহিদুল অঙ্কন। শেষদিকে ৯ বলে ২১ রানে ঝড় তোলেন সুমন খান, কিন্তু জিয়াউর রহমানের বলে আউট হলে শেষ হয় ঢাকার আশা।
বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নেন খুলনার জিয়াউর রহমান। তাঁর হাতেই ম্যাচসেরার পুরস্কার যায়।