টিলাগড় পয়েন্ট থেকে ডেভিল শাহজাহান গ্রেফতার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫

টিলাগড় পয়েন্ট থেকে ডেভিল শাহজাহান গ্রেফতার

টিলাগড় পয়েন্ট থেকে ডেভিল শাহজাহান গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ডেভিল শাহজাহানকে গ্রেফতার করেছে শাহপরান (রা.) থানা পুলিশ। সোমবার রাত ৮ টায় নগরীর টিলাগড় পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহজাহান ৩৬নং ওয়ার্ডের বালুচরের আল ইসলাহ এলাকার মৃত ইনসান আলীর ছেলে এবং মহানগর আওয়ামী লীগের সদস্য।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান (রা.) থানার ওসি মোঃ মনির হোসেন।

শাহজাহানের বিরুদ্ধে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। এছাড়াও বালুচর আল্ ইসলাহ্ এলাকায় চাঁদাবাজি ও ভাংচুর লুটপাট মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

 

স্থানীয় সুত্রে জানায়, আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে শাহজাহান ও তার বাড়ির লোকেরা আওয়ামিলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলো। গত ৫ আগস্টের পর বিএনপির কিছু অসাধু নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে সে তার বাড়ির আওয়ামিলীগ নেতারা প্রকাশ্যে ঘুরাফেরা করে। এছাড়া সে বিএনপিতে যোগদানেরও চেষ্টা করে যাচ্ছিলো। আটকের পরপর বিএনপির কিছু নেতারা থানায় দৌড়ঝাঁপ শুরু করেন থানা থেকে ছাড়িয়ে আনতে, পুলিশ শাহজাহানকে ছাড়েনি।

সর্বশেষ নিউজ