
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়ে আলোচনায় আসেন এই বাঁহাতি পেসার। এরপর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। এবার তিনি স্পর্শ করলেন ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলতে আইএল টি-টোয়েন্টির মাঝপথে দেশে ফেরেন মোস্তাফিজ। বিপিএলে তাঁর দল রংপুর রাইডার্স। একবারের শিরোপাধারী দলটির হয়ে এবারও দারুণ ফর্মে আছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক পূর্ণ করেন মোস্তাফিজ। টস হেরে আগে ব্যাট করতে নামা সিলেটের ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মেহেদি হাসান মিরাজকে আলিস আল ইসলামের হাতে ক্যাচ বানিয়ে এই কীর্তি গড়েন তিনি।
এই অর্জনের মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে নিজের নাম লেখালেন। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই মাইলফলককে দেখা হচ্ছে তাঁর ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে।