নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ ১৫ জানুয়ারি, ২০২৬
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যাটারিচালিত ইজিবাইক ও মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ-সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ঋষি মজুমদার। সে টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে। এ ঘটনায় আরও সাতজন যাত্রী আহত হয়েছেন।
যেভাবে ঘটল দুর্ঘটনা
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কোটালীপাড়া থেকে একটি যাত্রীবাহী মাহেন্দ্র টুঙ্গিপাড়ার দিকে আসছিল। অন্যদিকে জোয়ারিয়া থেকে একটি ইজিবাইক কোটালীপাড়ার মাঝবাড়ির দিকে যাচ্ছিল। গাড়ি দুটি চাপড়াইল ব্রিজের কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এসময় ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে শিশু ঋষি ছিটকে রাস্তার ওপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহতদের অবস্থা
দুর্ঘটনায় আহত সাতজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের বক্তব্য
ওসি আইয়ুব আলী আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
শিশুর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।