১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টুয়াখালীতে কলা গলায় আটকে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ২১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২০:৫৩:১৩
টুয়াখালীতে কলা গলায় আটকে শিশুর মৃত্যু

Manual6 Ad Code

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড়ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহত মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বড় বোনের সঙ্গে খেলার সময় কলা খেতে খেতে হঠাৎ টুকরো গলায় আটকে যায় তার। দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

শিশুটির মা নাসরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওকে শুধু কলা দিয়েছিলাম খেতে, তারপর আর কিছু বলতে পারি না।’
কাকা সাদ্দাম হোসেন জানান, হাসপাতালে আনার সময়ও মোতালেব শ্বাস নেওয়ার চেষ্টা করছিল।

Manual8 Ad Code

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটি আনার আগেই মারা গিয়েছিল।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।