
নিজস্ব প্রতিবেদক, টেকনাফ | ১২ জানুয়ারি, ২০২৬
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হানিফ হোয়াইক্যং লম্বাবিল এলাকার বাসিন্দা ফজল করিমের ছেলে। তিনি বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সকালে নাফ নদী সংলগ্ন একটি মাছের প্রজেক্টে কাজ করতে যান। কাজ করার একপর্যায়ে নদীর তীরে মাটির নিচে পুঁতে রাখা একটি মাইনের ওপর তার পা পড়ে। তাৎক্ষণিক বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে হানিফের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর জগত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশের বক্তব্য: হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নাফ নদীতে মাছের প্রজেক্টে কাজ করার সময় এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়ে আমরা স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।"
জনমনে আতঙ্ক: এদিকে এ ঘটনার পর লম্বাবিল ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, নাফ নদীর তীর ও আশপাশের সীমান্ত এলাকায় আরও মাইন পুঁতে রাখা থাকতে পারে। এর ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং সাধারণ মানুষকে সতর্ক করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।