কক্সবাজারের টেকনাফ উপকূলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে সেন্ট মার্টিনের অদূরবর্তী বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।
টেকনাফ পৌর ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সোমবার দুপুরে কায়ুকখালী ঘাট থেকে কয়েকটি ট্রলার মাছ ধরতে যায়। মঙ্গলবার সকালে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে দুটি ট্রলারের ১৪ জেলেকে তুলে নিয়ে যায়।
অপহৃতদের মধ্যে স্থানীয় জেলে ছাড়াও রোহিঙ্গা রয়েছেন বলে জানা গেছে। অপহৃত ট্রলারের একটি মালিক টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার ছৈয়দ আলম এবং অপরটি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, স্থানীয়দের কাছ থেকে দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিজিবি ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।