২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

টেলিকম নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫-এর খসড়া অনুমোদন

admin
প্রকাশিত ০৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ১৬:৪৯:২১
টেলিকম নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫-এর খসড়া অনুমোদন

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার

টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া অনুমোদন দেওয়া হলেও এর বিস্তারিত সম্পর্কে কিছু জানানো হয়নি।

Manual7 Ad Code

বিশেষ কমিটি

নীতিমালার খসড়া পর্যালোচনায় গত ২০ জুলাই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে একটি কমিটি গঠন করে সরকার। কমিটির সদস্য ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নীতিমালার খসড়া স্বল্প সময়ে পর্যালোচনা করে সুচিন্তিত মতামত দেওয়ায় উপদেষ্টা পরিষদ কমিটিকে ধন্যবাদ জানিয়েছে।

Manual5 Ad Code

অন্যান্য সিদ্ধান্ত

বৈঠকে আরও দুটি খসড়া অনুমোদন দেওয়া হয়—

  • নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন/বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা ২০২৫

    Manual4 Ad Code

  • ইন্টারন্যাশনাল ক্রাইম (ট্রাইব্যুনালস) (তৃতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৫ (লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন)

    Manual6 Ad Code