টেসলার, মুম্বাইয়ে শোরুম উদ্বোধন মঙ্গলবার

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

টেসলার, মুম্বাইয়ে শোরুম উদ্বোধন মঙ্গলবার

ভারতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এ সপ্তাহেই ভারতের মুম্বাই শহরে উদ্বোধন হতে যাচ্ছে শীর্ষ ধনকুবের ইলন মাস্কের টেসলার একটি শোরুমের।

আগামী ১৫ জুলাই মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে টেসলার ‘এক্সপেরিয়েন্স সেন্টার’-এর উদ্বোধন হবে। এক ঘণ্টা ত্রিশ মিনিটব্যাপী চলবে উদ্বোধনী আয়োজন। এ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় বাজারে নিজেদের উপস্থিতি ঘোষণা করবে টেসলা।

ধারণা করা হচ্ছে, শোরুমে টেসলার গাড়ির প্রদর্শনী থাকবে। এ দিন থেকেই ভারতীয় গ্রাহকদের জন্য সরাসরি বিক্রিও শুরু করতে পারে টেসলা।

চলতি বছরের এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেন টেসলার সিইও ইলন মাস্ক। একই মাসে টেসলার ফাইন্যান্স চিফ জানান, ভারতীয় বাজারে প্রবেশের সঠিক সময় নির্ধারণে প্রতিষ্ঠানটি ‘খুব সতর্কভাবে’ চিন্তা-ভাবনা করছে।

বেশ কিছুদিন ধরেই টেসলা ভারতের বাজারে প্রবেশের চেষ্টা করছিল। দেশটিতে টেসলার নিজস্ব কোনো উৎপাদন কেন্দ্র নেই তবে সরকার এ বিষয়ে আগ্রহী বলেই ধারণা করছে ইলন মাস্কের কোম্পানি। এজন্য এবার স্থানীয়ভাবে কার্যক্রম চালুর প্রক্রিয়া জোরদার করেছে কোম্পানিটি। তবে কারখানা হওয়া পর্যন্ত ভারতের বাজারে বিক্রির জন্য টেসলার গাড়িগুলো আমদানি করতে হবে চীনের সাংহাই বা জার্মানির বার্লিনের কারখানা থেকে।

ভারতে টেসলা তাদের বিক্রি শুরুর পর মুখোমুখি হতে হবে চীনা প্রতিদ্বন্দ্বী বিওয়াইডি এবং দেশি কোম্পানি টাটা মোটরসের।

তবে ভারতে বৈদ্যুতিক গাড়ির ওপর প্রায় ৭০ শতাংশ আমদানি শুল্ক থাকায় ভারতের বাজার ধরা টেসলার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও ভারত সরকার স্থানীয়ভাবে কারখানা স্থাপনে উৎসাহ দিতে এক নতুন প্রস্তাব দিয়েছে। যদি কোনো কোম্পানি দেশটিতে ৫০ কোটি ডলার বিনিয়োগ করে এবং উৎপাদন শুরু করে, তাহলে তারা ১৫ শতাংশ হারে কম শুল্ক সুবিধা পেতে পারে।

এদিকে চাকরি খোঁজার প্ল্যাটফর্ম লিংকডইনে মুম্বাইয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা। এই পদের মধ্যে রয়েছে শোরুমে কাজ করা অ্যাডভাইজার, নিরাপত্তা কর্মী, অটোপাইলট ফিচারের জন্য তথ্য সংগ্রহে নিযুক্ত গাড়িচালক এবং সার্ভিস টেকনিশিয়ান।

ভারতের রাজধানী নয়াদিল্লিতেও স্টোর ম্যানেজারসহ কয়েকটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে দিল্লিতে টেসলার শোরুম খোলার পরিকল্পনা আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

সর্বশেষ নিউজ