ঢাকা:
রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্ট শুরু হলেও এখনো বিপিএলের ট্রফি প্রকাশ করতে পারেনি গভর্নিং কাউন্সিল। তবে শিগগিরই নতুন ট্রফি দেশে আসবে বলে আশার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি সাখাওয়াত হোসেন।
বিপিএল শুরুর আগেই একটি ট্রফি দেশে এনেছিল গভর্নিং কাউন্সিল। তবে সেটি পছন্দ না হওয়ায় নতুন করে ট্রফি তৈরির অর্ডার দেওয়া হয়। বিসিবি সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে ব্যয়বহুল এই ক্রিকেট টুর্নামেন্টের জন্য ২৫ হাজার মার্কিন ডলার ব্যয়ে দুবাইতে নতুন ট্রফি তৈরি করা হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩০ লাখ টাকা। খুব দ্রুতই ট্রফিটি দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ট্রফি না থাকায় ব্যতিক্রমীভাবে ২৫ হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আগের আসরের মতো বড় পরিসরে না হলেও এবারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সংক্ষিপ্ত পরিসরে। দিনের দুই ম্যাচের মাঝখানে মঞ্চে পারফর্ম করেন তানজিন তিশা ও ফুয়াদের মতো জনপ্রিয় শিল্পীরা।
ট্রফি প্রসঙ্গে বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন,
‘প্রথমে যে ট্রফিটি আনা হয়েছিল সেটি ছিল গতানুগতিক। সেটি পরিবর্তন করে আরেকটি ট্রফি আনা হলেও সেটিও আমাদের প্রত্যাশার মানে পৌঁছায়নি। এজন্য আবার নতুন করে ট্রফি অর্ডার দেওয়া হয়েছে। সময় কম থাকলেও আমরা সেরা কিছুই চেয়েছি। খুব দ্রুতই ট্রফিটি আমাদের হাতে আসবে। আশা করছি, এখন পর্যন্ত আপনারা যে ট্রফিগুলো দেখেছেন, তার মধ্যে এটি সেরা হবে।’
এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন,
‘আমরা যে ট্রফিটি অর্ডার করেছি সেটি ডায়মন্ড খচিত। ট্রফি বানাতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার। পেতে একটু দেরি হচ্ছে, তবে খুব দ্রুতই এটি দেশে চলে আসবে। ট্রফিটি দেখলে সবারই ভালো লাগবে বলে আশা করছি।’